1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। শুধু নির্বাচনের আগে নয়, দেশের ভেতরে কোনো সময়ই অস্ত্র ঢুকতে না পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রতিদিনই অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে। আজকেও অস্ত্র উদ্ধার হয়েছে। আশা করা হচ্ছে নির্বাচনের আগে প্রায় সব অস্ত্রই উদ্ধার করা সম্ভব হবে।

নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। আল্লাহর ইচ্ছায় ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে কোনো ধরনের অসুবিধা হবে না। প্রধান উপদেষ্টা যে তারিখ নির্ধারণ করেছেন, সে অনুযায়ী আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!