1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষায় প্রথম বাংলাদেশি শিক্ষার্থী তাওহীদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর হাদিস ও উলুমুল হাদিস বিভাগে অনুষ্ঠিত তামহিদি মাস্টার্স ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী মুহাম্মাদ তাওহীদুল ইসলাম

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এ পরীক্ষায় তিনি মোট ১২০০ নম্বরের মধ্যে ১০২১ নম্বর পেয়ে (গড় ৮৫.০৮) ‘জাইয়্যিদ জিদ্দান’ গ্রেডে উত্তীর্ণ হন।

ধারাবাহিক কৃতিত্ব

এর আগেও আল-আজহারে ধারাবাহিক কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাওহীদুল ইসলাম। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ইসলামিক থিওলজি ফ্যাকাল্টির হাদিস ও উলুমুল হাদিস বিভাগ থেকে স্নাতক প্রোগ্রামের সমষ্টিগত ফলাফলে শতকরা ৯০ ভাগ নম্বর পেয়ে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং ‘এক্সিলেন্ট (মুমতাজ)’ গ্রেড লাভ করেন।

এর আগের বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে একই বিভাগে শতকরা ৯০ ভাগ নম্বর পেয়ে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি।

শিক্ষাজীবন ও অর্জন

পাবনা জেলার আমিনপুর থানার এক ধর্মপরায়ণ ও শিক্ষানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন মুহাম্মাদ তাওহীদুল ইসলাম। তার বাবা গোলাম মোস্তফা একজন ব্যবসায়ী ও দ্বীনদার মানুষ।

তাওহীদ ২০১৪ সালে চট্টগ্রামের হাটহাজারি মাদরাসা এবং ২০১৫ সালে ভারতের দারুল উলুম দেওবন্দে কৃতিত্বের সঙ্গে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৭ সালে দারুল উলুম হাটহাজারিতে দু’বছর মেয়াদি ইফতা বিভাগে পড়াশোনা শেষ করেন।

মিশরে উচ্চশিক্ষা ও সাফল্য

ইসলামি জ্ঞানচর্চা ও গবেষণার উচ্চতর পর্যায়ে নিজেকে প্রস্তুত করার লক্ষ্যে তাওহীদ ২০১৮ সালে উচ্চ শিক্ষার জন্য মিশরে যান এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

তার এই কৃতিত্বকে বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ইসলামি জ্ঞান, গবেষণা ও বিশ্বসভ্যতার আলোচনায় আল-আজহারের দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় তাওহীদুল ইসলামের এ সফলতা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইলমি ও শিক্ষাবিষয়ক ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!