
চাকরি জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আন্দোলন ১৯তম দিনে প্রবেশ করেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে হচ্ছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে, শিক্ষকরা জানান, বৃহস্পতিবার বিকেলের মধ্যে গেজেট প্রকাশ না হলে আগামী ২ নভেম্বর (রোববার) প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ করার পরিকল্পনা রয়েছে।
এর আগে, বুধবার মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। দাবি পূরণের আশ্বাস না পেয়ে তারা সচিবালয়ের দিকে মিছিল করলে, পুলিশ ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করা আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ডগ্রেনেড ব্যবহার করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।
প্রসঙ্গত, ২৮ জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের প্রভাবে শিক্ষা মন্ত্রণালয় ইবতেদায়ী মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণার পর এখনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply