
প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, “আমি বিএনপির সঙ্গে আলোচনায় যা বুঝেছি, তারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। বরং বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করে। তারা আমাদের কাছ থেকে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করেছেন।”
তিনি আরও বলেন, “আমরা ওনাদের আশ্বস্ত করেছি যে আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করছি এবং করব। এমনকি প্রধান উপদেষ্টাও বলেছেন, জনপ্রশাসনসহ বড় কোনো বদলির বিষয় তিনি নিজে তদারকি করবেন।”
নির্বাচনের সময় উপদেষ্টা পরিষদের আকার ছোট হবে কি না—এমন প্রশ্নে ড. আসিফ নজরুল বলেন, “এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এটা উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয়। নির্বাচনকালীন সরকার ছোট হবে কি না, সে রকম কোনো দাবিও কেউ উত্থাপন করেনি।”
দলীয় কেউ অন্তর্বর্তী সরকারের অংশ না হন—বিএনপির এমন মতের প্রসঙ্গে তিনি বলেন, “এটা তারা আগেও বলেছেন।”
একজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন—এ প্রসঙ্গে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, “আমি জনপ্রশাসনের দায়িত্বে নেই, তাই এ বিষয়ে মন্তব্য করার অবস্থানে নেই।”
শেষে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ তোলে—একদল বলে ওরা ওই দলের লোক, আরেক দল বলে এই দলের লোক। যেহেতু উভয় দিক থেকেই এমন অভিযোগ আসে, সেটাই প্রমাণ করে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply