1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর পর এবার পদত্যাগ করলেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে টানা বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পর এবার দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেলও পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডি এ তথ্য জানিয়েছে।

সোমবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবারও রাজধানী কাঠমান্ডুসহ অন্তত সাতটি শহরে তরুণ-তরুণী, বিশেষ করে জেন-জি প্রজন্মের বিক্ষোভকারীরা রাস্তায় নামেন।

এসময় তারা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন—এর মধ্যে কাঠমান্ডুতে ১৭ জন এবং পূর্বাঞ্চলীয় ইতাহারিতে ২ জন। এ ছাড়া চার শতাধিক বিক্ষোভকারী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!