1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

উদ্বোধনী ম্যাচে বড় জয় দিয়ে আসর শুরু করেছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে বড় জয় দিয়ে আসর শুরু করেছে আফগানিস্তান। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে রশিদ খানের দল ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হংকংকে।

প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৮৮ রান। জবাবে পুরো ওভার খেলেও ৯ উইকেটে ৯৪ রানের বেশি করতে পারেনি হংকং।

লক্ষ্য তাড়ায় হংকংয়ের ইনিংস ভেঙে পড়ে একেবারে শুরুতেই। মাত্র ২২ রানের মধ্যে তারা হারায় ৪ উইকেট, যার মধ্যে দুটি রানআউট। এরপর বাবর হায়াত ৪৩ বলে ৩৯ রান এবং অধিনায়ক ইয়াসিম মোর্তজাই ২৬ বলে ১৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে বাকি ব্যাটাররা দুই অঙ্ক ছুঁতেও ব্যর্থ হন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নামা আফগানিস্তানও শুরুতে বিপদে পড়ে। তৃতীয় ওভারে রহমানুল্লাহ গুরবাজ এবং পরের ওভারে ইব্রাহিম জাদরান ক্যাচ তুলে ফেরেন। তবে ওপেনার সেদিকুল্লাহ অটল ও মোহাম্মদ নবি মিলে তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে চাপ সামলান। নবি ও গুলবাদিন নাইব আউট হয়ে গেলে একশর আগেই আফগানিস্তানের চার উইকেট পড়ে যায়।

ঠিক সেই সময় অটলকে সঙ্গে নিয়ে আজমতউল্লাহ ওমরজাই ঝড়ো ব্যাটিং করেন। পঞ্চম উইকেটে এই দুজন যোগ করেন ৮২ রান। মাত্র ২১ বলে ৫ ছক্কা ও ২ চারে ৫৩ রান করে দলের ইনিংসে গতি আনেন ওমরজাই। অন্য প্রান্তে ওপেনার অটল অপরাজিত থাকেন ৫২ বলে ৭৩ রানে।

তাদের এই ব্যাটিং ঝড়েই ১৮৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে আফগানিস্তান, যা রক্ষণে বোলাররা দারুণভাবে কাজে লাগিয়ে সহজ জয় নিশ্চিত করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!