বলিউডে সম্প্রতি কাজের সময় নিয়ে শুরু হয়েছে হালকা উত্তাপ। দীপিকা পাড়ুকোন ঘোষণা দিয়েছেন— ‘দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করব না।’ সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে শুরু হয় আলোচনার ঝড়। কেউ বলছেন এটি পেশাদারিত্বের সীমাবদ্ধতা, আবার অনেকে মনে করছেন এটি কর্মীর সুস্থতার প্রতি সচেতনতা।
ঠিক এই সময়েই মুখ খুললেন বলিউডের ‘ড্যান্সিং কুইন’ মাধুরী দীক্ষিত। নিজের অভিজ্ঞতার ঝাঁপি খুলে তিনি জানালেন, ‘মিসেস দেশপান্ডে’ ছবির শুটিংয়ের সময় প্রায় প্রতিদিনই ১২ ঘণ্টার বেশি কাজ করেছি। আমি ভীষণ ওয়ার্কহোলিক— কাজ ছাড়া কিছু বুঝি না।’ হাসতে হাসতে এ কথা বললেও তিনি দীপিকার সিদ্ধান্তকে পুরোপুরি সম্মান জানালেন। তাঁর ভাষায়, ‘কে কত ঘণ্টা কাজ করবে, সেটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। জীবন তার, পছন্দও তার।’
ফলে বলিউডে দুই ভিন্ন প্রজন্মের দুই তারকা মিলেই দিলেন একই বার্তা— কাজ ভালোবাসুন, কিন্তু নিজের স্বাস্থ্য, সীমা ও মানসিক শান্তির কথাও ভুলবেন না।
তাই বলা যায়, মাধুরী ঘড়ির কাঁটায় বাঁধা নন, দীপিকা বাঁধা থাকতে চান— কিন্তু দু’জনেরই পাঠ এক: কাজ জরুরি, নিজের সুস্থতাও সমান জরুরি।