1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

নির্বাচনে আওয়ামী লীগকে আনার জন্য কোনো বিদেশি চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর কোনো ধরনের বিদেশি চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনে পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। সরকার এমন কাউকে আনতে চায় না, যার উপস্থিতিতে অহেতুক বিতর্ক সৃষ্টি হতে পারে।

চীন-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

এ সময় জনপ্রিয় ইসলামী বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর জাকির নায়েক ঢাকায় আসছেন বলে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট ঘোষণা দিয়েছে—এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এ বিষয়ে কিছু শুনিনি, এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।”

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!