বিধিমালায় উল্লেখ না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, এনসিপিকে ১৯ অক্টোবরের মধ্যে নির্বাচন পরিচালনা বিধির তফসিলে থাকা প্রতীকগুলোর মধ্য থেকে একটি বেছে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রতীক না বাছাই করলে, কমিশন নিজস্ব বিবেচনায় এনসিপির জন্য একটি প্রতীক বরাদ্দ করবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ইসি সচিব। তিনি জানান, এনসিপিকে নির্ধারিত তালিকা থেকে প্রতীক বেছে নিতে আবারও চিঠি দেয়া হয়েছে।
ইসি সচিব বলেন, “আগামী রোববারের (১৯ অক্টোবর) মধ্যে এনসিপি যদি তফসিলভুক্ত প্রতীক থেকে বাছাই না করে, তাহলে ইসি নিজস্ব পদ্ধতিতে তাদের প্রতীক বরাদ্দ দেবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপিসহ দুইটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দল দুটির প্রতীকসহ বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াও চলছে।
এর আগে ৩০ সেপ্টেম্বর এনসিপিকে তফসিলে থাকা ৫০টি প্রতীকের মধ্য থেকে ৭ অক্টোবরের মধ্যে একটি বেছে নিতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ে প্রতীক না বেছে নিয়ে এনসিপি বিধি সংশোধন করে ‘শাপলা’ প্রতীক বরাদ্দের দাবি জানায়। তবে ইসি জানিয়েছে, শাপলা প্রতীক কোনো দলকেই দেয়া হবে না।
এনসিপি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, শাপলা প্রতীক না পেলে তারা নিবন্ধন নেবে না। এই অবস্থায় কমিশন নিজস্বভাবে প্রতীক বরাদ্দ দিলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে কিনা—এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন, “এটা তাদের ব্যাপার। সময়ই বলে দেবে কী হয়।”
তিনি আরও জানান, এনসিপি তালিকা থেকে প্রতীক না নিলে ইসি ‘নিজস্ব পদ্ধতিতে’ মার্কা বরাদ্দ দেবে, তবে সেই পদ্ধতি কী হবে তা বিস্তারিত ব্যাখ্যা করেননি।
প্রবাসী ভোটারদের বিষয়ে তিনি বলেন, “পুরনো ১১টি দেশের সঙ্গে আরও ৪টি নতুন দেশে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে ভোট দেয়ার অ্যাপ চালু করা সম্ভব হবে বলে আশা করছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের জরুরি সরঞ্জাম আমাদের কাছে পৌঁছে গেছে।”
স্থানীয় পর্যবেক্ষক ও নতুন রাজনৈতিক দলগুলোর বিষয়ে ইসি সচিব জানান, “নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে মাঠপর্যায়ে অনুসন্ধান চলছে। সাংবাদিকরা স্থানীয় পর্যবেক্ষণ সংক্রান্ত কাজে আমাদের সহায়তা করছেন।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “গণভোট হবে কি না, সে বিষয়ে এখনো কমিশনে কোনো প্রস্তাব আসেনি। তাই এ বিষয়ে প্রস্তুতি নিয়ে কিছু বলার প্রশ্নই আসে না।”