1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

ট্রাম্পের মন্তব্য: “গাজায় গণহত্যা নয়, এটি একটি যুদ্ধ”

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলতে রাজি নন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এটি একটি যুদ্ধ, যা শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর।

রোববার (৩ আগস্ট) পেনসিলভানিয়ার অ্যালেনটাউনে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি না এটি গণহত্যা, এটি যুদ্ধ।” তিনি আরও বলেন, “৭ অক্টোবর ভয়াবহ একটি ঘটনা ঘটেছিল। এটি আমার দেখা সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি।”

উল্লেখ্য, ওই দিন হামাসের সদস্যরা দক্ষিণ ইসরাইলে আক্রমণ চালিয়ে প্রায় ১,২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করেছিল। এখনো গাজায় অন্তত ৫০ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইল দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তারা বেসামরিকদের লক্ষ্যবস্তু করে না, বরং তাদের সরিয়ে নেওয়া এবং ত্রাণ সহায়তা সহজ করতে কাজ করছে।

গাজার মানবিক সংকট নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরাই একমাত্র দেশ যারা ফিলিস্তিনিদের খাবার দিচ্ছে। আমরা অর্থ ব্যয় করছি, যাতে মানুষ খেতে পারে। স্টিভ উইটকফ দারুণ কাজ করছেন এ বিষয়ে।”

এদিকে গাজায় খাদ্য সহায়তা বাড়াতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন দেশ একত্রিত হয়েছে। তবে ইসরাইল দাবি করেছে, উপত্যকায় কোনো দুর্ভিক্ষ নেই এবং বরং হামাসকেই ত্রাণ সরবরাহে বাধা ও ছিনতাইয়ের জন্য দায়ী করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!