1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

৩৬ জুলাই (৫ আগস্ট) মিয়া অ্যাভিনিউয়ে আজ মঞ্চ মাতাবেন যারা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ উপলক্ষে দিনব্যাপী এক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে অংশ নেবেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা।

রবিবার (৪ আগস্ট) বিকেলে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টা ৪০ মিনিটে সায়ানের পরিবেশনার মাধ্যমে। এরপর মঞ্চে উঠবেন ইথুন বাবু ও মৌসুমী। বিকেল সাড়ে ৩টায় পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড সোলস এবং ৪টায় মঞ্চ মাতাবেন ওয়ারফেজ।

সন্ধ্যা ৭টায় গান পরিবেশন করবেন এলিটা করিম। রাত ৮টায় অনুষ্ঠানের শেষ পরিবেশনায় অংশ নেবে ব্যান্ড আর্টসেল। এছাড়াও অংশ নেবে সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শুন্য ব্যান্ড।

এই আয়োজনের উদ্যোক্তা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় রয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!