
ভারতের আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১০ নভেম্বরের মধ্যে প্রাপ্য বকেয়া বিল পরিশোধ না করলে ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরের শেষ দিকে আদানি পাওয়ারের হেড অব এনার্জি রেগুলেটরি অ্যান্ড কমার্শিয়াল অভিনাশ অনুরাগ পিডিবির চেয়ারম্যানের কাছে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান।
চিঠিতে আদানি পাওয়ার উল্লেখ করে, বারবার অনুরোধ ও যোগাযোগের পরও পিডিবি ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৯.৬ কোটি ডলার) বকেয়া পরিশোধ করেনি। এর মধ্যে পিডিবির স্বীকৃত বকেয়া ২৬২ মিলিয়ন ডলার এখনো অনাদায়ী রয়েছে।
কোম্পানিটি আরও দাবি করে, বারবার বিল বকেয়া থাকায় তারা ২০১৭ সালের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ)-এর ধারা ১৩.২ (i) ও (ii) অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধের আইনি অধিকার রাখে।
এছাড়া, আদানি পাওয়ার জানায়, সরবরাহ বন্ধ থাকলেও কেন্দ্রের ‘নির্ভরযোগ্য সক্ষমতা’র ভিত্তিতে ক্ষমতা চার্জ (ক্যাপাসিটি পেমেন্ট) পাওয়ার অধিকার তাদের থাকবে।
এদিকে, পিডিবি সূত্র জানিয়েছে, আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি প্রক্রিয়া বর্তমানে তদন্তাধীন। পিডিবির অভিযোগ, গত সরকারের সময় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে আদানি একতরফা সুবিধাজনক চুক্তি করেছে।
চুক্তির বৈধতা নিয়ে উচ্চ আদালতে একটি রিট মামলা বিচারাধীন রয়েছে। আদালতের নির্দেশে চলমান তদন্তে আদানির বিরুদ্ধে দেশি-বিদেশি আদালতে জবাবদিহি করার মতো তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। এসব প্রমাণ আদালতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply