1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

ফের টেস্ট নেতৃত্বে শান্ত, তিন সংস্করণে তিন অধিনায়ক বাংলাদেশ দলে

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট দলে আবারও দেখা মিলছে তিন সংস্করণে তিন অধিনায়কের যুগের। লাল বলের ক্রিকেটে ফের নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকে শুরু করে ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের পুরো মেয়াদে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক থাকবেন শান্ত।

২০২৩ সালে প্রথমবার টেস্ট দলের নেতৃত্ব পান এই টপ অর্ডার ব্যাটার। এরপর এখন পর্যন্ত ১৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। শান্তর অধীনে টেস্ট দলে এসেছে স্থিতি, লড়াইয়ের মানসিকতা ও উন্নতির ধারাবাহিকতা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, “শান্ত টেস্ট ক্রিকেট সম্পর্কে গভীর ধারণা, স্থিরতা ও দায়বদ্ধতা দেখিয়েছে। তার নেতৃত্বে দলের মধ্যে উন্নতি ও আত্মবিশ্বাস বেড়েছে। আমরা বিশ্বাস করি, নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখাই দলের জন্য সবচেয়ে ইতিবাচক হবে।”

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, “বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে পারা আমার জন্য বিরাট সম্মানের। বোর্ড আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা রেখেছে, তার জন্য কৃতজ্ঞ। প্রতিভায় ভরপুর এই দলকে নেতৃত্ব দিতে পারা আনন্দের, আর আমি বিশ্বাস করি সামনে আমাদের জন্য দারুণ সময় অপেক্ষা করছে।”

এ মাসের শেষেই আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন টেস্ট চক্র।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!