ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন শীর্ষ ধর্মীয় নেতার নাম নির্বাচন করে রেখেছেন। শনিবার (২১ জুন) নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, খামেনি মনে করেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তার প্রাণনাশের চেষ্টা করতে পারে। এ প্রেক্ষাপটে তিনি একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন—পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-কে তিনি তিনজন প্রার্থীকে নির্বাচন করে দিয়েছেন এবং তাদের মধ্য থেকে একজনকে উত্তরসূরি হিসেবে বেছে নিতে বলেছেন।
তবে ওই তিনজনের নাম প্রকাশ করা হয়নি। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, খামেনির পুত্র মুজতবা খামেনির নাম সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় নেই।
ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি সাধারণত দীর্ঘ সময় ধরে চলে। ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি নিজস্ব বিবেচনায় প্রার্থী নির্বাচন করে থাকেন। তবে বর্তমানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনি চান ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন দ্রুত, সুশৃঙ্খল ও স্থিতিশীলভাবে সম্পন্ন হয়।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, খামেনিকে লক্ষ্যবস্তু করা হতে পারে। তার মতে, খামেনির মৃত্যু সংঘাত বাড়াবে না; বরং তা শেষ করবে।