ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১৭ জুন) রাতে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, এসব এলাকায় ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আক্রান্ত হতে পারে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি আগামী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৪৪-৮৮ মিলিমিটার হলে তা ভারী, আর ৮৮ মিলিমিটারের বেশি হলে অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য হয়।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত