1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

ডকুমেন্টারিতে পক্ষপাতের অভিযোগে বিবিসি মহাপরিচালক টিম ডেভির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ডকুমেন্টারি তৈরিতে পক্ষপাতের অভিযোগ ওঠার পর নিজের দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) মহাপরিচালক টিম ডেভি। একই ঘটনায় বিবিসির বার্তা বিভাগের প্রধান (হেড অব নিউজ) ডেবোরাহ টারনেসও পদত্যাগ করেছেন। খবর— এএফপি ও বিবিসি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নির্মিত ‘প্যানোরামা’ নামের একটি তথ্যচিত্রের সম্পাদনা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগের সিদ্ধান্ত নেন টিম ডেভি।

এক বিবৃতিতে তিনি বলেন, “তথ্যচিত্রটিতে কিছু ভুল হয়েছে। মহাপরিচালক হিসেবে এর দায়িত্ব আমাকে নিতে হবে। সব ভুল আমার।
অন্যদিকে, ডেবোরাহ টারনেস জানিয়েছেন, “এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, কিন্তু এর দায়ভার শেষ পর্যন্ত আমারই।

বিতর্কিত তথ্যচিত্র ‘ট্রাম্প: আ সেকেন্ড চান্স?’ ২০২৪ সালের মার্কিন নির্বাচনের আগে, গত ২৮ অক্টোবর প্রচারিত হয়। এতে ট্রাম্পকে ঘিরে সংবাদ উপস্থাপনে পক্ষপাতমূলক সম্পাদনার অভিযোগ ওঠে। বিশেষ করে তথ্যচিত্রের এক অংশে ট্রাম্পের ভাষণ এমনভাবে সম্পাদনা করা হয় যেন মনে হয়, তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে হামলার উসকানি দিয়েছেন।

ওই অংশে ট্রাম্পের বক্তব্যকে এমনভাবে জোড়া লাগানো হয় যে, মনে হয় তিনি বলছেন— “আমরা ক্যাপিটলের দিকে যাচ্ছি। আমি সেখানে আপনাদের সঙ্গে থাকব। আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব।” অথচ তার মূল বক্তব্যে এই কথাগুলোর মাঝে আরও বহু বক্তব্য ছিল, যা সম্পাদনার সময় বাদ দেওয়া হয়।

এই বিষয়টি প্রকাশ্যে আসে বিবিসির একটি অভ্যন্তরীণ মেমো ফাঁসের পর, যা প্রকাশ করে ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ। ওই মেমোতে উল্লেখ করা হয়, তথ্যচিত্রের সম্পাদনা প্রক্রিয়ায় সম্পাদনা নীতিমালা লঙ্ঘিত হয়েছে

মেমোটির লেখক ছিলেন বিবিসির সম্পাদকীয় মানদণ্ড কমিটির উপদেষ্টা মাইকেল প্রেসকট, যিনি গত জুনে পদত্যাগ করেন। তিনিই প্রথম “ট্রাম্প: আ সেকেন্ড চান্স?” তথ্যচিত্রের বস্তুনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

বিতর্কিত এই তথ্যচিত্রটি বিবিসির জন্য নির্মাণ করে অক্টোবর ফিল্মস লিমিটেড নামের একটি প্রযোজনা সংস্থা। ট্রাম্প নিজেও এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, আর তার প্রেস সচিব ক্যারোলিন লেভিট বিবিসিকে আখ্যা দিয়েছেন “শতভাগ ভুয়া সংবাদমাধ্যম”“প্রোপাগান্ডা মেশিন” হিসেবে।

এমন উত্তপ্ত বিতর্কের মধ্যেই বিবিসির সর্বোচ্চ পর্যায়ে পদত্যাগের ঝড় বয়ে গেল।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!