1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

টিকে গ্রুপের স্বাক্ষর জালিয়াতির তদন্তে নেমেছে কর্ণফুলী গ্যাস কোম্পানি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫

টিকে গ্রুপের প্রতিষ্ঠান কর্ণফুলী স্টিল মিলস লিমিটেডের গ্যাস সংযোগ পেতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভুয়া এনওসি ব্যবহার ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তদন্তে নেমেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর কাগজপত্র যাচাই-বাছাই (ভেটিং) করা হচ্ছে বলে জানিয়েছেন কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন। তিনি জানান, বিষয়টি পেট্রোবাংলাকেও জানানো হয়েছে। ভেটিংয়ে জালিয়াতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ রয়েছে, ২০২০ সালে গ্যাস সংযোগের জন্য পিডিবির ভুয়া এনওসি জমা দেয় প্রতিষ্ঠানটি। ওই চিঠিতে ২০১৭ সালে বদলি হয়ে যাওয়া একজন সহকারী প্রকৌশলীর স্বাক্ষর ব্যবহার করে তাকে নির্বাহী প্রকৌশলী হিসেবে দেখানো হয়। স্বাক্ষর জালিয়াতির বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, চিঠির স্বাক্ষর তার সঙ্গে মিললেও সেটি ভুয়া, কারণ তিনি তখন পদের দায়িত্বে ছিলেন না।

এ বিষয়ে পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, “আমার জানা মতে এমন কোনও এনওসি ইস্যু করা হয়নি।”

১৬.৮ মেগাওয়াট ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের গ্যাস সংযোগ নিতে এই ভুয়া এনওসি জমা দেওয়া হয়, যেখানে বিদ্যমান নিয়ম অনুযায়ী ১০ মেগাওয়াটের বেশি ক্যাপটিভ বিদ্যুতে পিডিবির অনুমোদন বাধ্যতামূলক।

সাবেক এক ব্যবস্থাপনা পরিচালক বার্তা২৪.কমকে বলেন, “টিকে গ্রুপের বেশিরভাগ কাগজপত্র ভুয়া। তারা বিভিন্ন সময় সরকারের উচ্চপর্যায়ের দফতর থেকে চাপ প্রয়োগ করতো।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!