1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

আজ (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সচিবালয়ের নবনির্মিত ২০তলা (১ নম্বর) ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করতে পারেন। এ বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠক উপলক্ষে সচিবালয়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা। এ বিষয়ে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে ১ ও ২ নম্বর গেট দিয়ে অফিসে প্রবেশ করতে হবে। বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ৯টার আগেই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপদেষ্টা ও সিনিয়র সচিব/সচিবদের গাড়ি ভবনের সামনের রাস্তায় বা বেজমেন্টে পার্ক করা যাবে না। বৈঠকে অংশগ্রহণকারীদের ৫ নম্বর গেট দিয়ে সকাল ১০টার আগে নিরাপত্তা পাসসহ সম্মেলন কক্ষে প্রবেশ করতে বলা হয়েছে। তাদের গাড়ি ১ নম্বর ভবনের সামনে নামিয়ে দিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের নির্ধারিত পার্কিংয়ে রাখা হবে।

সব কর্মকর্তাকে অফিস পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অফিসকক্ষে অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি, উপদেষ্টাদের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের (গানম্যান) সচিবালয়ে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ২০ নভেম্বর, সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!