1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

আজ হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। এতে কোনো ভুল বা ত্রুটি থাকলে ভোটাররা ১২ দিনের মধ্যে সংশোধনের সুযোগ পাবেন।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানায়, এবার প্রায় ৪৪ লাখ নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। খসড়া তালিকা উপজেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত স্থানে সাঁটিয়ে দেবেন। এরপর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, অযোগ্য বা মৃত ব্যক্তির নাম বাদ, ভোটার স্থানান্তর এবং অন্যান্য সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

প্রাপ্ত আবেদনগুলো ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। সব প্রক্রিয়া শেষ করে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!