1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

পাটালি গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কুখ্যাত কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড এবং ছয়জনকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ইয়াসিন (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানা পুলিশের একটি বিশেষ টিম রায়েরবাজার বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত চাপাতিও উদ্ধার করা হয়।

এর আগে গত ১৪ মে মধ্যরাতে মোহাম্মদপুর থানাধীন জাফরাবাদ এলাকায় কথাকাটাকাটির জেরে পাটালি গ্রুপের নেতা হাসান, ইয়াসিন, পিপড়া রাজিবসহ ১০ থেকে ১২ জনের একটি দল রাব্বি, সাব্বির, কাশেমসহ একই পরিবারের ছয়জনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর আহতদের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে গ্রুপটির সেকেন্ড ইন কমান্ড সাহিন এবং পিপড়া রাজিবকে গ্রেফতার করে।

সোমবার গ্রেফতার হওয়া ইয়াসিন এই মামলার অন্যতম প্রধান আসামি ও গ্যাংটির শীর্ষস্থানীয় সদস্য। পাটালি গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট