1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

এ বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

আজ (রোববার) এ বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এ গ্রহণ পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এ গ্রহণ। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হবে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। এই সীমার কিছুটা পূর্ব ও পশ্চিমেও আংশিক গ্রহণ দৃশ্যমান হবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে গ্রহণটি দেখা যাবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!