
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচেই জয়ের নায়ক হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। মাঠে সাফল্যের আনন্দের মাঝেই ব্যক্তিজীবনে জীবনের সবচেয়ে কঠিন এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই ক্রিকেটার।
ইমাদ ওয়াসিম তার স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে ইমাদ লেখেন,
“গত কয়েক বছর ধরে চলা নানা বিরোধ এবং সেগুলোর সমাধান সম্ভব না হওয়ায় আমি ডিভোর্সের আবেদন করেছি। সবার কাছে আন্তরিক অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করুন। পুরোনো কোনো ছবি ব্যবহার বা শেয়ার করা থেকে বিরত থাকুন। কোনো বিভ্রান্তিকর বক্তব্য বা গুজবে বিশ্বাস করবেন না।”
মাঠের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই সিদ্ধান্ত এখন ক্রিকেটভক্তদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply