1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

কালীগঞ্জ মোটর মালিক সমিতির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সড়ক পরিবহন মালিক সমিতি

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নিয়ম উপেক্ষা করে যশোর বাস ও মিনিবাস মালিক সমিতিভুক্ত ৪২টি বাস চলাচল বন্ধ করে দিয়েছে কালীগঞ্জ মোটর মালিক সমিতি। বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সাড়া না পাওয়ায় কালীগঞ্জ সমিতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (১৪ জুলাই) যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে খুলনা বিভাগের ১০ জেলার ২৫টি সংগঠনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, আপাতত যশোর-চুয়াডাঙ্গা সড়কে শাপলা এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে। তবে যাত্রীদের কথা বিবেচনায় রেখে মঙ্গলবার থেকে চৌগাছা-কোটচাঁদপুর রুটে সীমিত সংখ্যক বাস চালানো হবে।

সভায় অভিযোগ করা হয়, কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনারের হস্তক্ষেপে অতিরিক্ত ১৪টি বাস এক্সপ্রেস সার্ভিসে যুক্ত হওয়ায় শিডিউল ও সড়কে বিশৃঙ্খলা দেখা দেয়। ১২ জুলাই কালীগঞ্জ সমিতি ৪২টি বাস চলাচল বন্ধ করে দেয় এবং একটি বাস আটকে রাখে।

সভায় কালীগঞ্জ মোটর মালিক সমিতির রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠনের জাহিদ আল লতিফ খোকা, সৈয়দ রেজাউল করিম, রবিউল ইসলাম রবি এবং সংশ্লিষ্ট জেলার মালিক-শ্রমিক নেতারা। বৃহস্পতিবার ঢাকায় পরবর্তী সিদ্ধান্তের জন্য সভা ডাকা হবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট