1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

দিনাজপুরে সাঁওতালদের ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো সাঁওতাল আদিবাসীদের শতবর্ষী ঐতিহ্যবাহী বউ মেলা। প্রতিবছর শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন অনুষ্ঠিত হওয়া এই মেলায় তরুণ-তরুণীরা জীবনসঙ্গী খুঁজে নেন পারিবারিক ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে।

এ বছর মেলাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৫ অক্টোবর)। হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। স্থানীয় ‘আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি’র আয়োজনে অনুষ্ঠিত এই মেলার মূল আকর্ষণ ছিল সাঁওতাল তরুণ-তরুণীদের জীবনসঙ্গী নির্বাচন।

দিব্যি সেজে তরুণীরা মেলায় আসেন ফুল, চুড়ি ও রঙিন পোশাকে। তরুণরা হাতে রুমাল বেঁধে হাজির হন জীবনসঙ্গী পছন্দ করতে। বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর-কনে পছন্দের প্রথা।

মেলাকে ঘিরে স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা নিশ্চিত করে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মেলাটি শেষ হয়। মেলায় হিন্দু, মুসলিম ও অন্যান্য ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে এটি হয়ে ওঠে সম্প্রীতির মিলনমেলা।

এক সময় যেখানে পছন্দের পাত্রীকে কাঁধে তুলে নিয়ে যাওয়া হতো, এখন সেখানে অভিভাবকদের সম্মতি ও পরবর্তীতে ধর্মীয় নিয়ম মেনে বিয়ের প্রচলন চালু হয়েছে। মেলা শেষে অনেকে বিয়ের দিনক্ষণ ঠিক করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির নেতারা মেলায় উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির সভাপতি শীতল মার্ডী জানান, প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় মেলাটি চলছে, তবে কবে থেকে শুরু তা সুনির্দিষ্টভাবে জানা যায় না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট