
মাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হল—চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮) এবং তরিকুলের মেয়ে তানহা (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিন শিশু একসঙ্গে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। নিহতদের পরিবারকে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা সহায়তার আশ্বাস দিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply