আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (২১ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুন দেশে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে। এ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে এ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি এক অংশীজন সভায় এই সিদ্ধান্তের কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
২১ মে: ৩১ মে’র টিকিট
২২ মে: ১ জুনের টিকিট
২৩ মে: ২ জুনের টিকিট
২৪ মে: ৩ জুনের টিকিট
২৫ মে: ৪ জুনের টিকিট
২৬ মে: ৫ জুনের টিকিট
২৭ মে: ৬ জুনের টিকিট
৩০ মে: ৯ জুনের টিকিট
৩১ মে: ১০ জুনের টিকিট
১ জুন: ১১ জুনের টিকিট
২ জুন: ১২ জুনের টিকিট
৩ জুন: ১৩ জুনের টিকিট
৪ জুন: ১৪ জুনের টিকিট
৫ জুন: ১৫ জুনের টিকিট
যাত্রীরা সহজেই বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://railapp.railway.gov.bd) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। নতুন ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য:
ওয়েবসাইটে প্রবেশ করে “রেজিস্ট্রেশন” ট্যাবে ক্লিক করতে হবে
ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে
মোবাইলে পাওয়া OTP দিয়ে যাচাই করতে হবে
রেজিস্ট্রেশন সফল হলে ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে লগইন হয়ে যাবেন।
ওয়েবসাইটে গিয়ে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে (যদি অটো লগইন না হয়)
যাত্রার তারিখ, প্রারম্ভিক ও গন্তব্য স্টেশন, এবং শ্রেণি নির্বাচন করে “Find Ticket” ক্লিক করতে হবে
ট্রেনের নাম, সময় ও আসন খালি আছে কিনা তা দেখা যাবে
আসন সিলেক্ট করে “Continue Purchase” এ ক্লিক করতে হবে
পেমেন্ট (ভিসা, মাস্টারকার্ড বা বিকাশে) সম্পন্ন হলে ই-টিকিট ডাউনলোড হবে ও ই-মেইলে পাঠানো হবে
ভ্রমণের দিন ফটো আইডিসহ ই-টিকিটের প্রিন্ট কপি নিয়ে স্টেশনে গিয়ে মূল টিকিট সংগ্রহ করতে হবে।