রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুলের ওপর এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।
ঘটনাস্থলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করে। উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো উদ্ধারকাজে অংশ নেয়। বিমান বিধ্বস্তের পর উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য।
এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত অবস্থায় ২০ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সোমবার দুপুর ৩টা পর্যন্ত জানা গেছে, তাদের চিকিৎসা চলছে। আহতদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।