
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে অন্য দেশে চলে যেতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দুই নেতার সরাসরি ফোনালাপ হয়, যেখানে ট্রাম্প মাদুরোকে “দেশ ছাড়লে নিজে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা যাবে” বলে বার্তা দেন। তবে মাদুরো স্পষ্টভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ফোনালাপ ভালো হয়েছে নাকি খারাপ—সেটি বলব না। এটি ছিল শুধু একটি ফোনকল।” ধারণা করা হয়, এই আলাপটি হয় ২১ নভেম্বর, যদিও কোনো পক্ষই বিষয়টি বিস্তারিতভাবে জানায়নি।
সূত্রগুলোর দাবি
মিয়ামি হেরাল্ডকে কয়েকটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের বক্তব্য ছিল অত্যন্ত সরাসরি—তিনি মাদুরোকে বলেছিলেন যে পদত্যাগ করলে তিনি তার স্ত্রী ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। কিন্তু মাদুরো পদত্যাগে অস্বীকৃতি জানান এবং বরং রাজনৈতিক ক্ষমতা ছাড়ার বিনিময়ে দেশের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ নিজের কাছে রাখার প্রস্তাব করেন।
এরপর থেকে দুই নেতার মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দেওয়ার পর মাদুরো পুনরায় কথা বলতে চাইলে ট্রাম্প সাড়া দেননি।
আলাপের মধ্যস্থতা
ব্রাজিল, কাতার ও তুরস্ক এই প্রথম ফোনালাপটির ব্যবস্থা করে বলে জানিয়েছে মিয়ামি হেরাল্ড।
মাদুরোর বক্তব্য
হাজার হাজার সমর্থকদের উদ্দেশে বক্তৃতায় মাদুরো বলেন, ভেনেজুয়েলানরা “কোনো ক্রীতদাসের শান্তি চায় না।”
পর্যবেক্ষকদের মতে, ট্রাম্প মাদুরোকে ক্ষমতা ছাড়তে চাপ দিলেও তাকে অপসারণের জন্য যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযান চালাবে—এমন সম্ভাবনা আপাতত কম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply