মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে গভীর আলোচনা চলছে। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, "হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলব জিম্মিদের মুক্তি দিন। এটা করলে ভালো কিছু হবে। হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয়, তাহলে পরিস্থিতি খুব জটিল হয়ে যাবে।"
তিনি আরও জানান, হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি নেই, তাই পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। ট্রাম্প বলেন, "আমি সবসময় বলেছি, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসবে, তখন সহজভাবে তাদের ফিরে পাওয়া যাবে না। অনেক প্রচেষ্টা ছাড়া তা সম্ভব নয়।" তিনি আত্মসমর্পণকে এ পরিস্থিতিতে ভালো সমাধান হিসেবে দেখেননি।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প হামাসকে দ্রুত সব বন্দী ফিরিয়ে দিতে আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, এটি হলে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটতে পারে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি লিখেছিলেন, "হামাসকে বলুন, অবিলম্বে সব ২০ জন বন্দীকে ফিরিয়ে দিতে। তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যাবে এবং যুদ্ধ শেষ হবে।"
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত