
রাশিয়ার নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন।
সোমবার হোয়াইট হাউজের প্রকাশিত এক অডিও ফাইলে ট্রাম্প বলেন, “রাশিয়ার উচিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে ইউক্রেইনের যুদ্ধের অবসান ঘটানো।”
এর আগে, রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন যে তাদের বিজ্ঞানীরা “বুরেভেস্তনিক” নামের নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছেন। পুতিন দাবি করেন, এই ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম। রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জানান, ২১ অক্টোবর উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৪ হাজার কিলোমিটার ভ্রমণ করে ১৫ ঘণ্টা ধরে আকাশে ছিল।
জাপান সফরে থাকা ট্রাম্পকে সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমাদের এত দূরে ক্ষেপণাস্ত্র পাঠানোর দরকার নেই। রাশিয়া উপকূলে আমাদের বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক সাবমেরিন রয়েছে। তাদের তীরে পৌঁছাতে এটি ৮ হাজার মাইল পাড়ি দিতে হয় না।”
তিনি আরও বলেন, “আমরা নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করি, কিন্তু এখন তাদের উচিত যুদ্ধ থামানো। যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল, তা এখন চতুর্থ বছরে গড়িয়েছে। তাই ক্ষেপণাস্ত্র নয়, যুদ্ধ শেষ করুন।”
ট্রাম্পের মন্তব্যের জবাবে ক্রেমলিন জানায়, রাশিয়া নিজেদের জাতীয় স্বার্থে কাজ করে যাবে এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোনো টানাপোড়েন দেখছে না।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য আসন্ন মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে তার পররাষ্ট্রনীতি ও রাশিয়া-ইউক্রেন ইস্যুতে অবস্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply