1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল এবং এর মূল কোম্পানি ডাও জোনস, মালিক রুপার্ট মারডক ও পত্রিকার দুই সাংবাদিকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন।

শুক্রবার (১৮ জুলাই) মিয়ামিতে দায়ের করা মামলায় ট্রাম্প অভিযোগ করেন, ২০০৩ সালে জেফরি এপস্টেইনের জন্মদিনে তার নামে একটি ‘অশ্লীল শুভেচ্ছা বার্তা’ পাঠানোর ভুয়া প্রতিবেদন প্রকাশ করে তাকে অপমান করা হয়েছে এবং আইনগত সীমা লঙ্ঘন করা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে দাবি করে, একটি চিঠিতে ট্রাম্পের নাম, একজন নগ্ন নারীর হাতে আঁকা ছবি ও একটি কাল্পনিক কথোপকথনের মতো লেখা ছিল, যা তৃতীয় কেউ টাইপ করেছে বলে অনুমান করা হয়। তবে ট্রাম্প স্পষ্টভাবে অস্বীকার করে বলেছেন, “এগুলো আমার লেখা নয়, আমার কথাও নয়, আমি ছবিও আঁকি না।”

ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, প্রতিবেদন প্রকাশের আগেই মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালকে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল। তিনি বলেন, “আমরা মিথ্যা, মানহানিকর ও ভুয়া নিউজ আর্টিকেল প্রকাশের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছি।”

এদিকে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌন পাচারকারী জেফরি এপস্টেইনের বিরুদ্ধে গ্রান্ড জুরির কাছে থাকা তথ্য জনস্বার্থে প্রকাশের অনুমতির জন্য নিউইয়র্কের এক বিচারকের কাছে আবেদন জানিয়েছে। একইসঙ্গে গিসলেইন ম্যাক্সওয়েলের মামলার নথি প্রকাশের আবেদনও করা হয়েছে।

বিষয়টি নিয়ে কংগ্রেসেও চাপ বাড়ছে। রিপাবলিকান আইনপ্রণেতা মারজরি টেইলর গ্রিনি এবং ডেমোক্র্যাট আলেক্সান্দ্রিয়া ওকাসিও-করটেজ যৌথভাবে এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট দলিলাদি প্রকাশে একটি পিটিশনের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!