ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এখনও নিশ্চিত অবস্থানে পৌঁছাননি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ‘কয়েক সপ্তাহ সময় নিতে পারেন’—এমন বার্তায় গভীর হতাশা সৃষ্টি হয়েছে ইসরায়েল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের মধ্যে। এমনটাই জানিয়েছেন খ্যাতনামা ইসরায়েলি বিশ্লেষক গিডিওন লেভি, আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে।
লেভি বলেন, ট্রাম্পের কথায় ‘দুই সপ্তাহ’ মানে হতে পারে অনিশ্চয়তার অনির্দিষ্ট কাল। যদি এটি কোনো কৌশলগত প্রতারণা না হয়, তবে বলা যায়, যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
সাক্ষাৎকারে গিডিওন লেভি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা বা তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় আঘাত হানার মাধ্যমে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে ইরান তার সামরিক শক্তি পুনর্গঠন করতে সক্ষম হবে।
তিনি বলেন, “ইসরায়েলের সামনে গাজা এবং অন্যান্য নিরাপত্তাজনিত জটিলতা রয়েছে, যা সহজে সমাধানযোগ্য নয়।”