জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে উপকূল থেকে প্রায় ৪৪ মাইল দূরে এবং ৩৩ মাইল গভীরতায় ভূকম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ভূমিকম্পের পরপরই দেশটির পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে জাপানি আবহাওয়া সংস্থা (জেএমএ)। সংস্থাটি জানিয়েছে, ইওয়াতে, আওমোরি, হোক্কাইডোসহ উপকূলীয় কিছু এলাকায় সুনামির উচ্চতা প্রায় ১০ ফুট পর্যন্ত হতে পারে।