1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ‘Danger’ ট্যাটুসহ আসামি স্বাধীনের দায় স্বীকার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি স্বাধীন ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেছেন। এর পাশাপাশি তার ঘাড়ের একটি ট্যাটুও আলোচনায় এসেছে, যেখানে ইংরেজিতে লেখা রয়েছে ‘Danger’।

শনিবার (৯ আগস্ট) দুপুরে গাজীপুরের এক সাংবাদিক তার ফেসবুক অ্যাকাউন্টে স্বাধীনকে গ্রেপ্তারের পর তোলা একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, তার ঘাড়ে ইংরেজিতে ‘Danger’ লেখা ট্যাটু।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে। পরদিন শুক্রবার তুহিনের বড় ভাই বাসন থানায় মামলা করেন, যেখানে ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাতজনকে গ্রেপ্তার করে। তারা হলেন— স্বাধীন, কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমন।

আজ শনিবার এক সংবাদ সম্মেলনে গাজীপুর র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী জানান, ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়েছে বলে স্বাধীন স্বীকার করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!