ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে তার আইনজীবীরা প্রস্তুত। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এখন পর্যন্ত (বাংলাদেশের) কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি, তবে তিনি শুনতে প্রস্তুত।
শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এমপি। বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার পর, বিরোধীদের চাপের মুখে তিনি জানুয়ারিতে ট্রেজারিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন।
গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছিলেন, টিউলিপ দেশে সম্পদ রেখে গেছেন এবং তাকে জবাবদিহি করতে হবে।
টিউলিপের আইনজীবীরা কয়েক সপ্তাহ আগে দুদককে চিঠি দিয়ে অভিযোগগুলো ‘মিথ্যা ও হয়রানিমূলক’ বলে দাবি করেন। তারা জানান, দুদককে ২০২৫ সালের ২৫ মার্চের মধ্যে তাকে প্রশ্ন করতে হবে, অন্যথায় তারা ধরে নেবেন যে কোনো বৈধ প্রশ্ন নেই।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত