যুক্তরাষ্ট্রের আইডাহোতে আগুন নেভানোর সময় দমকলকর্মীদের ওপর বন্দুকধারীর গুলিবর্ষণে দুই ফায়ারফাইটার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (৩০ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২৯ জুন) আইডাহোর কোউর ডিঅ্যালেন শহরের উত্তরে, কোতেনাই কাউন্টির একটি গ্রামীণ এলাকায়। কাউন্টি শেরিফ রবার্ট নরিস জানান, এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ঠিক কতজন বন্দুকধারী ছিল। তবে ধারণা করা হচ্ছে, হামলায় অন্তত দুইজন ফায়ারফাইটার নিহত হয়েছেন।
শেরিফ আরও বলেন, একজন বন্দুকধারী উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এমন সময় স্নাইপার গুলি চালায় এবং কর্মকর্তারা জানান, গুলি একাধিক দিক থেকে আসছিল। এরপর স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়।
এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো জানান, ফেডারেল সদস্যরা কৌশলগত এবং প্রতিরোধমূলক সহায়তা দিচ্ছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইডাহোর গভর্নর ব্রাড লিটল।
এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর বলেন, “আমাদের সাহসী ফায়ারফাইটারদের ওপর জঘন্য হামলা হয়েছে। এ ঘটনায় আমি আইডাহোর সবাইকে ভুক্তভোগী পরিবারের জন্য প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “পরিস্থিতি ঘোলাটে ও বিপজ্জনক হয়ে উঠছে। আইন প্রয়োগকারী সংস্থা ও দমকল কর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন।”