
ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে এ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্বাস্থ্য খাতে সহযোগিতার সমঝোতায় সই করেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান। আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগ সেবা বাণিজ্য সংক্রান্ত সমঝোতায় সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
সই অনুষ্ঠানের আগে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে শেরিং তোবগে ও ড. ইউনূসের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকও হয়।
শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী তোবগে। ড্রুকএয়ারের বিমানে সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাকে স্বাগত জানান। ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। এ সময় ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান।
পরে প্রধানমন্ত্রী তোবগেকে গার্ড অব অনার ও ১৯ বার তোপধ্বনি দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তোবগের সম্মানে আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজন রয়েছে বলে প্রেস উইং জানায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply