বহিষ্কারাদেশ বাতিলসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনরত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। তবে তারা নতুন বাজার এলাকা ছাড়েনি।
শনিবার সকাল ৮টা থেকে নতুন বাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা পৌনে ১১টায় পুলিশ তাদের সরানোর চেষ্টা করে।
শিক্ষার্থীদের দাবি, বহিষ্কৃতদের বহিষ্কার বাতিল ও ক্ষতিপূরণ দিতে হবে, সংশ্লিষ্ট সবাইকে তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সংস্কার কমিশন গঠন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট বাতিল করতে হবে।
গত ২৬ ও ২৭ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। ২৮ এপ্রিল থেকে সব শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হলেও শিক্ষার্থীরা সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।