1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূসের বৈঠকের সূচি চূড়ান্ত নয়

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫

যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের কোনো নির্ধারিত সূচি এখনো চূড়ান্ত হয়নি। লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন। সময় ও সূচি মিলে গেলে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা চার দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান। দিনভর তিনি এয়ারবাস ও মেনজিস এভিয়েশনের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। এরপর ব্রিটিশ এমপি রুপা হক, আপসানা বেগমসহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট