1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

মার্কিন হামলায় ইরানে উত্তেজনা চরমে, জাতিসংঘের গভীর উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় শনিবার দিবাগত রাতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক্সে দেওয়া এক পোস্টে হামলাটিকে চলমান সংঘাতের তীব্রতার ‘ভয়াবহ বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছেন।

গুতেরেস সতর্ক করে বলেন, পরিস্থিতি এখন ‘সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি’ তৈরি করেছে। তার ভাষায়, এর ফলে ‘বেসামরিক নাগরিক, মধ্যপ্রাচ্য ও পুরো বিশ্বের জন্য’ ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, “এই মুহূর্তে কেবল কূটনৈতিক পথেই উত্তেজনা হ্রাস করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

এর আগে, গত ১২ জুন রাতে হঠাৎ করে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের ওই অভিযানে তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকাকে লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়।

উল্লেখ্য, ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যেই উভয়পক্ষের বহু মানুষ নিহত ও আহত হয়েছে। তবে এখনো পর্যন্ত সহিংসতা বন্ধে কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট