1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের, হুমকির সুরে বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫

ইসরায়েল-ইরান সংঘাত শুরুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্টে ইরানকে কড়া বার্তা দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব বার্তায় তিনি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন।

গত মঙ্গলবার (১৭ জুন) ট্রুথ সোশ্যালের একটি পোস্টে ট্রাম্প দাবি করেন,

“আমরা জানি, ইরানের সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তাকে নিশানা করা খুব সহজ। কিন্তু তিনি সেখানে নিরাপদ। আমরা তাকে মারছি না, অন্তত এখনই নয়।”

এর আগের এক পোস্টে ট্রাম্প আরও বলেন,

“যুক্তরাষ্ট্র চাইলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করতে পারে। তবে আমরা আপাতত তা করছি না, কারণ মার্কিন সেনা ও নাগরিকদের ওপর পাল্টা হামলার ঝুঁকি আছে।”

ট্রাম্প আরও ইঙ্গিত করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি সংক্রান্ত চুক্তি প্রত্যাখ্যান করায় এই হুমকি ও সতর্কবার্তা দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তোলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট