শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে চারটার পর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম 'ইউনাইটেড পিপলস বাংলাদেশ' (আপ বাংলাদেশ)।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় নেতৃত্বের তালিকাও ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাইম আহমেদ এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন শাহরিন সুলতানা ইরা।
এছাড়া, অনুষ্ঠানে মোট ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে, যা আপ বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামোর মূল ভিত্তি গঠন করবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত