ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২২ জুন) বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমরা ইরানে ফর্দো, নাতানজ এবং ইসফাহান পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছি। অংশগ্রহণকারী সব বিমান ইরানি আকাশসীমা থেকে নিরাপদে বের হয়ে এসেছে।”
ট্রাম্প আরও জানান, মাটির ২৬২ ফুট গভীরে অবস্থিত ফর্দো পারমাণবিক স্থাপনায় ভারী বোমা ব্যবহার করা হয়েছে এবং হামলায় অংশ নেওয়া বিমানগুলো যুক্তরাষ্ট্রে ফিরছে।
হামলাকে “সফল” উল্লেখ করে তিনি বলেন, “আমাদের আমেরিকান যোদ্ধাদের অভিবাদন জানাই। পৃথিবীর আর কোনো সামরিক শক্তির পক্ষে এ ধরনের অভিযান চালানো সম্ভব হতো না। এখন শান্তির সময়। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।”