ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে তা ভয়াবহ উত্তেজনার দিকে ধাবিত হবে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বৃহস্পতিবার (১৯ জুন) রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য নাটকীয়ভাবে অস্থিতিশীল হয়ে উঠবে।”
তিনি জানান, মস্কো পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং এই সংঘাতে উত্তেজনা বাড়াতে চায় না।
ইসরায়েল-ইরান সংকটে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যুক্তরাষ্ট্র যেখানে প্রকাশ্যেই ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, সেখানে রাশিয়া তেহরানকে তাদের গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে দেখছে।
চলতি বছরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষর করেন, যাতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
ইসরায়েলের সাম্প্রতিক হামলার কড়া সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘উসকানিমূলক’ পদক্ষেপ বলে অভিহিত করেছে। একইসঙ্গে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে সামরিক সহায়তা না দেওয়ার জন্য সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতির এমন ঘনঘটা ও রাশিয়া-যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী কূটনৈতিক অবস্থান দুই পরাশক্তিকে সরাসরি সংঘাতের দিকেও ঠেলে দিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন পররাষ্ট্রনীতি রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।