রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দুটি সাবমেরিন রাশিয়ার কাছাকাছি অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১ আগস্ট) এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, মেদভেদেভের বক্তব্য ‘অত্যন্ত উসকানিমূলক’ ও ‘বোকামিপূর্ণ’। তিনি বলেন, “এই কথাগুলো যদি শুধুই কথার চেয়ে বেশি কিছু হয়ে থাকে, তাহলে আমি দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত স্থানে মোতায়েনের নির্দেশ দিয়েছি।” তবে কোন নির্দিষ্ট অঞ্চলে সাবমেরিন মোতায়েন করা হবে, তা তিনি স্পষ্ট করেননি।
ট্রাম্প আরও সতর্ক করে বলেন, “এ ধরনের বক্তব্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। আমি আশা করি এমন কিছু ঘটবে না।”
ঘটনার সূচনা ঘটে গত মঙ্গলবার। ওই দিন ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের সময়সীমা বেঁধে দিয়ে নিষেধাজ্ঞার হুমকি দেন। এরপর থেকেই মেদভেদেভ একের পর এক কটাক্ষ ছুড়ে দেন ট্রাম্পের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ‘আল্টিমেটামের খেলা’ খেলছেন এবং মনে করিয়ে দেন—রাশিয়ার কাছে সোভিয়েত যুগ থেকেই পারমাণবিক হামলার ক্ষমতা রয়েছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর থেকে দিমিত্রি মেদভেদেভ ক্রেমলিনের অন্যতম কণ্ঠশালী পশ্চিমা-বিরোধী মুখপাত্র হিসেবে পরিচিতি পান।
সূত্র: রয়টার্স