মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্কে ভারতের তৈরি পোশাক খাত বড় ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক ব্র্যান্ড অর্ডার স্থগিত বা বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো দেশে সরিয়ে নিচ্ছে, যেখানে শুল্ক অনেক কম।
বিশেষ করে তামিলনাড়ুর তিরুপ্পুরের রপ্তানিকারকরা বলছেন, মার্কিন ক্রেতারা ইতোমধ্যে অর্ডার বাতিল বা অন্যত্র পাঠাচ্ছেন। নতুন শুল্কে কিছু নিটওয়্যার পণ্যে কার্যকর হার ৬৪ শতাংশ পর্যন্ত হওয়ায় ভারতীয় পণ্যের দাম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি হয়ে যাচ্ছে।
তিরুপ্পুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মতে, এখানে উৎপাদিত ৩০% পোশাক যুক্তরাষ্ট্রে যায়। রপ্তানি ১০-২০% কমে গেলে আগামী কয়েক মাসে তিরুপ্পুর, কোয়েম্বাটুর ও কারুর টেক্সটাইল খাতে ১-২ লাখ মানুষের চাকরি ঝুঁকিতে পড়তে পারে। বিশ্লেষকদের ধারণা, তুলা ও নিটওয়্যার পোশাকে মার্কিন অর্ডার ৪০-৫০% পর্যন্ত কমে যেতে পারে।