যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বমূলক একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি ইতিহাসের সবচেয়ে বড় আকারের প্রতিরক্ষা বিপণন নিয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
চুক্তির মূল বৈশিষ্ট্য:
প্রতিরক্ষা চুক্তি: প্রায় ১৪২ বিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী ও সেবা সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি প্রতিরক্ষা কোম্পানি।
বিভিন্ন খাতে সহযোগিতা: চুক্তির অন্তর্ভুক্ত অন্যান্য গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে রয়েছে জ্বালানি ও খনিজ বিষয়ক স্মারক, ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতার জন্য আগ্রহপত্র, মহাকাশ গবেষণা, সংক্রামক ব্যাধি মোকাবিলা, এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে সহযোগিতা।
স্বাক্ষর অনুষ্ঠানে করতালির মধ্য দিয়ে দুই দেশের এই অংশীদারিত্ব উদযাপন করা হয়। এর আগে দুই নেতার বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমানকে তার “বন্ধু” হিসেবে আখ্যায়িত করেন, যা দুই দেশের সম্পর্কের ঘনিষ্ঠতার একটি প্রকাশ।