ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত ভ্রমণ নিয়ে নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২২ এপ্রিল) ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীর উপত্যকায় সবচেয়ে প্রাণঘাতী হামলা।
এ ঘটনার পর বুধবার (২৩ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারত ভ্রমণ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। এতে দেশটির যেকোনো অঞ্চল সফরে ন্যূনতম ‘দ্বিতীয় মাত্রার’ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে চারটি অঞ্চল ভ্রমণে সর্বোচ্চ ‘চতুর্থ মাত্রার’ সতর্কতা জারি করা হয়েছে, যার অর্থ হলো — এসব এলাকায় ভ্রমণ না করার সুপারিশ।
বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে জম্মু ও কাশ্মীর (লাদাখ ও রাজধানী লেহ ব্যতিক্রম), ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে এবং মণিপুর রাজ্যের ক্ষেত্রে। মার্কিন বার্তায় উল্লেখ করা হয়েছে, এসব এলাকায় সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতের উচ্চ ঝুঁকি রয়েছে।
এছাড়া ভারতের মাওবাদী বা নকশাল-প্রবণ রাজ্যগুলোর মধ্যেও ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মেঘালয়, মহারাষ্ট্রের পূর্বাঞ্চল এবং মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলে মার্কিন কর্মকর্তারা ভ্রমণের আগে অনুমতি নিতে বাধ্য থাকবেন। তবে এসব রাজ্যের রাজধানী শহরে ভ্রমণে কোনো বাধা নেই।
উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যেও সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরার রাজধানী শহরের বাইরের অঞ্চলে ভ্রমণের আগে মার্কিন কর্মকর্তাদের পূর্বানুমতি নিতে হবে।
মার্কিন সতর্ক বার্তায় বলা হয়, সহিংসতা, অপরাধ এবং অস্থির রাজনৈতিক পরিবেশের কারণে এসব অঞ্চলে ভ্রমণ নিরাপদ নয়।