1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশে বৃদ্ধি, ঈদুল আজহা থেকেই কার্যকর

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতায় বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে এমপিওভুক্ত শিক্ষকরা বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন। নতুন এই সিদ্ধান্ত আসন্ন ঈদুল আজহা থেকেই কার্যকর হবে।

এত দিন পর্যন্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বেতনের ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন। তবে একই প্রতিষ্ঠানের এমপিওভুক্ত কর্মচারীরা আগে থেকেই ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে আসছিলেন।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এবং বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট