1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

উত্তরার বিমান দুর্ঘটনায় সরকারের আরও দায়িত্বশীল আচরণ কাম্য ছিল: এনসিপি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে সরকার আরও মানবিক ও দায়িত্বশীল আচরণ করতে পারতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২২ জুলাই) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “সরকার সময়মতো সঠিক পদক্ষেপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না। তথ্য নিয়ে বিভ্রান্তির কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সরকারের উচিত ছিল সত্য তথ্য প্রকাশ ও প্রচার করা।”

তিনি অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টার সমন্বয়হীন আচরণে সিদ্ধান্ত নিতে রাত ৩টা পর্যন্ত দেরি হয়। জরুরি সময়ে উপদেষ্টারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি, যা অযোগ্যতার বহিঃপ্রকাশ।

নাহিদ ইসলাম মাইলস্টোন শিক্ষার্থীদের দেওয়া ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পাশাপাশি মরদেহ গুমের অভিযোগ প্রসঙ্গে বলেন, “ঘটনার পরপরই সরকার যদি কতজন শিক্ষক-শিক্ষার্থী ছিলেন, কতজনের মরদেহ উদ্ধার হয়েছে, কতজন নিখোঁজ—এই তথ্য সঠিকভাবে জানাত, তাহলে গুজব ছড়াতো না।”

তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, “সরকারি-বেসরকারি বিশেষজ্ঞ ও স্কুল কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে।”

ব্রিফিংয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা তাসনিম জারা ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!